ঢাকা, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গ–বাংলাদেশ জলপথে যোগাযোগের ব্যাপারে উৎসাহী মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪
পশ্চিমবঙ্গ–বাংলাদেশ জলপথে যোগাযোগের ব্যাপারে উৎসাহী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের জলপথে যোগাযোগ বিষয়ে ইচ্ছা প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সুন্দরবন সফরকালে তিনি এই ইচ্ছা প্রকাশ করেন বলে জানা যায়।

তিনি সরকারি কর্মকর্তাদের এ বিষয়ে পরিকল্পনার অনুরোধ করছেন।

বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের জন্যও কর্মকর্তাদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার লঞ্চে সুন্দরবন সফর করেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি কলকাতায় ফিরে আসেন। তার সফরসঙ্গী ছিলেন শিল্পপতি, সরকারি আমালা থেকে কবি, সাহিত্যিক, শিল্পী ও কলাকুশলীরা। এছাড়াও ছিলেন কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়সহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।