ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহল নিয়ে রাজনীতি করছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
ছিটমহল নিয়ে রাজনীতি করছেন মমতা পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা

কলকাতা: ছিটমহল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি রাহুল সিনহা।

তিনি জানান, লোকসভার শীতকালীন অধিবেশনে উত্থাপন করা না গেলেও, অল্প সময়ের মধ্যেই স্থলসীমান্ত চুক্তি বিল উত্থাপন হবে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কোচবিহারে বিজেপির জনসভায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ছিটমহল নিয়ে যতটা উৎসাহিত ভারতের ছিটমহল নিয়ে ততটা নয়।

তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগে ছিটমহল বিনিময়ের বিরোধিতা করেছিলেন।

অভিযোগ করে তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেসের কাজকর্মের ফলেই সন্ত্রাসবাদীরা মদত পাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশেরও ক্ষতি হচ্ছে।

সভায় ছিটমহল নিয়ে বক্তব্য থাকলেও, এ সভা বয়কট করেছিল ছিটমহলবাসীরা। তবে কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকসমাগম দেখা যায়।

সংশ্লিষ্টরা ধারণা করছে, ১৬ ডিসেম্বরের মধ্যে লোকসভায় স্থলসীমান্ত চুক্তি বিল উত্থাপন করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।