ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে ‍পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪
সারদা কাণ্ডে ‍পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী গ্রেফতার

কলকাতা: সারদা কাণ্ডে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভারতীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়।



এর আগে দুপুরে দুই দফায় রাজ্যে ক্ষমতাসীন দলের এই নেতাকে জেরা করে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

সূত্র জানায়, প্রথম দফা জিজ্ঞাসাবাদে পরিবহনমন্ত্রী বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যান। আড়াই ঘণ্টা জেরার পর কিছুক্ষণ বিরতি দিয়ে ফের তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে গত মাসে তৃণমূল কংগ্রেস নেতা ও রাজ্যসভার সদস্য সৃঞ্জয় বোসকে গ্রেফতার করা হয়।

সারদা কাণ্ডে জড়িত অভিযোগে রাজসভার আরেক সদস্য কুনাল ঘোষও গ্রেফতারের আগে দল থেকে বহিষ্কার হয়েছিলেন।

একই ঘটনায় গত আগস্টে সাবেক পুলিশ কর্মকর্তা ও তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রজত মজুমদারকে গ্রেফতার করে সিবিআই।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।