ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা উপ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪
কলকাতা উপ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

কলকাতাঃ যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সঙ্গে কলকাতা বাংলাদেশ উপ হাইকমিশনে পালিত হয়েছে ৪৩তম বিজয় দিবস।

বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টা নাগাদ কলকাতা হাইকমিশন জাতীয় পতাকা উত্তোলন করেন উপ হাই কমিশনের প্রধান জকি আহাদ।



এরপর বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবৃতি পাঠ করা হয়। জাতীয় সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে গোটা কমিশন প্রাঙ্গণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বাংলাদেশ উপ হাই কমিশনের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ।

বক্তব্য রাখতে গিয়ে জকি আহাদ মুক্তিযুদ্ধের সংগ্রামের কথা স্মরণ করে বলেন, ৪৩ তম বিজয় দিবসে দাঁড়িয়ে তিনি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ১৬ ডিসেম্বর, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।