ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুক্তিযোদ্ধাকে অভ্যর্থনা দিতে পেরে সম্মানিত মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
মুক্তিযোদ্ধাকে অভ্যর্থনা দিতে পেরে সম্মানিত মোদী

কলকাতা: একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদকে অভ্যর্থনা জানাতে পেরে বেশ সম্মানিত বোধ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



সাক্ষাৎকালে দুই দেশের সর্ম্পক আরও জোরদার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানায় দেশটির দেশটির প্রধানমন্ত্রীর দফতর।

প্রধানমন্ত্রীর দফতর বলছে, বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ উৎফুল্ল।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাষ্ট্রপতি আব্দুল হামিদের অবদানের কথা স্মরণ করে তার প্রতি সম্মান জানান মোদী।

নরেন্দ্র মোদী বলেন, একজন মুক্তিযোদ্ধাকে অভ্যর্থনার সুযোগ পাওয়া সৌভাগ্যের। বিশেষ করে এই ডিসেম্বরে, কেননা বাংলাদেশ এখন তার বিজয় উৎসব উদযাপন করছে, এসময় সম্মান জানানো আরও সৌভাগ্যের।

ভারত এবং বাংলাদেশে আরও নিবিড় যোগাযোগ রক্ষা করে চলবে বলেও বিশ্বাস করেন মোদী।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বৈঠকের পর নরেন্দ্র মোদী এক টুইটার বার্তায় লিখেন, বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক দুই দেশের সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করবে।

বর্তমানে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে ছয়দিনের সফরে ভারতে আছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।