ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ইন্দো-বাংলা সিলেট উৎসব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪
কলকাতায় ইন্দো-বাংলা সিলেট  উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: বাউল সম্রাট শাহ আব্দুল করিম স্মরণে কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইন্দো-বাংলা সিলেট উৎসব ২০১৪’।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এ উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবদুল মাল মুহিত।



উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের গ্রাম ও পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

সকালে উৎসব প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ছেলে-বুড়ো থেকে শুরু করে সব বয়সের মানুষ সেখানে জড়ো হয়েছে। সেখানে বিরাজ করছে এক আনন্দঘন মুহুর্ত।

উৎসবস্থলে উপস্থিত দক্ষিণ কলকাতা সিলেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদোষ রঞ্জন দে এবং সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মো. তোফায়েল সামি বাংলানিউজকে জানান, বিশ্বে ছড়িয়ে থাকা সিলেটিদের মধ্যে একটা সম্পর্ক গড়ে তোলার জন্যই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

কলকাতাতেও এই উৎসব নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট উৎসাহ তৈরি হয়েছে।

দক্ষিণ কলকাতার যোধপুর ভয়েস বিদ্যালয়ে বিরাট মঞ্চের কাজ প্রায় শেষ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০০ জন প্রতিনিধি হাজির থাকছেন এই উৎসবে।

তাদের জন্য প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।   এই উৎসবে থাকছে বেশ কিছু স্টল। স্টল নির্মাণের কাজও প্রায় শেষ।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতো বড় মাপের সম্মেলন কলকাতায় এই প্রথম।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।