ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুয়াশায় ফ্লাইট বাতিল এড়াতে নতুন প্রযুক্তি কলকাতা বিমানবন্দরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
কুয়াশায় ফ্লাইট বাতিল এড়াতে নতুন প্রযুক্তি কলকাতা বিমানবন্দরে ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

কলকাতা: শীতের সময় ঘন কুয়াশায় প্লেন ওঠানামা করার সমস্যার সমাধানে কলকাতা বিমানবন্দরে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে নতুন বছর থেকেই।

বর্তমানে যে ‘ইন্সটুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম’ কলকাতা বিমানবন্দরে ব্যবহার করা হয়ে সেটি ক্যাট -২ প্রযুক্তির উপর নির্ভরশীল।



এই প্রযুক্তিতে মাত্র ৫০ মিটার দৃশ্যমানতা থাকলে তবেই প্লে ওঠা-নামার ব্যবস্থা করা সম্ভব।

এর ফলে বেশি কুয়াশা পড়লে প্লেন ওঠা-নামা বাধাপ্রাপ্ত হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়,  নতুন প্রযুক্তির মাধ্যমে ৫০ মিটারের নিচে দৃশ্যমানতা নেমে গেলেও চালক রানওয়েকে পরিষ্কার দেখতে পাবেন।

এর ফলে উড়োজাহাজ পরিষেবা আরও বাধাহীন করে তোলা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র অনুযায়ী, শীতকালে ঘন কুয়াশার জন্য প্রতিদিন প্রায় ৫০টির মতো ফ্লাইট বাতিল করতে হয়। নতুন প্রযুক্তি ব্যবহার করা হলে এই বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।