ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোটের গ্যাড়াকলে রবীন্দ্রনাথ!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১১
ভোটের গ্যাড়াকলে রবীন্দ্রনাথ!

কলকাতা: ভারতের বিধানসভা নির্বাচনে কড়া নিয়ম কানুন জারি করেছে সে দেশের নির্বাচন কমিশন। আর সেসব নিয়মের গ্যাড়াকলে পড়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত।



নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, ‘রবীন্দ্রনাথ হোন বা নজরুলই হোন, কারও জন্যই ছাড় নেই। বিধি মেনে চলতে হবে সবাইকে। ’

অথচ এবার ২৫ বৈশাখ কবির জন্মদিনটা ভোটের মধ্যেই পড়েছে। ফলে সরকারি ব্যবস্থায় হোক বা বেসরকারি হোক কেউই নিয়মের বাইরে যেতে পারছেন না।

বিধিতে স্পষ্ট লেখা রয়েছেÑমঞ্চ বেঁধে অনুষ্ঠান করা যাবে না। ঘরোয়া অনুষ্ঠান করলেও নজর থাকবে ইসির। দেখা হবে কোনও রাজনৈতিক প্রচার হচ্ছে কি-না।

রাজ্যে শেষ পর্যায়ের ভোট হবে ১০ মে। ঠিক তার আগের দিন ২৫ বৈশাখ। ভোট গণনা হবে ১৩ মে। ওই দিন পর্যন্ত সব কিছু ইসির নির্দেশে চলবে।

এসব কারণে শুধু জন্মদিন নয়, কবির সার্ধশতবর্ষের অনুষ্ঠান করতে গিয়ে বিপাকে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

ইসি সূত্রে জানা গেছে, রাজ্য সরকার প্রতিবারের মতো এবারও অনুষ্ঠান করার অনুমতি চেয়ে আবেদন করেছে। তাদের বলা হয়েছে, বিস্তৃতভাবে অনুষ্ঠানের বিষয়ে জানাতে।

এর একটি অনুষ্ঠানে রাজ্য সরকারের দুই মন্ত্রীর উপস্থিত থাকার কথা বলা হয়েছিল। ওই প্রস্তাবটি এরই মধ্যে বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।