ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বৃহস্পতিবার সিবিআই’র মুখোমুখি হচ্ছেন মুকুল রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বৃহস্পতিবার সিবিআই’র মুখোমুখি হচ্ছেন মুকুল রায় মুকুল রায়

কলকাতা: সারদা কাণ্ডে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)  সিবিআই’র মুখোমুখি হতে চলেছেন ভারতের সাবেক রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।

জানা যায়, বুধবার দিল্লি থেকে কলকাতায় ফিরবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এই সংসদ সদস্য।

ফেরার পরের দিনই তিনি সিবিআই’র মুখোমুখি হতে চলেছেন বলে মুকুল রায় জানিয়েছেন সিবিআইকে।

মুকুল রায়কে তলব করায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগেই সারদা আর্থিক কেলেঙ্কারি কাণ্ডে জেলে গেছেন তৃণমূলের বহিষ্কৃত রাজ্যসভার সদস্য কুণাল ঘোষ, তৃণমূল নেতা তথা সাবেক পুলিশ কর্তা রজত মজুমদার, তৃণমূল রাজ্যসভার সদস্য সৃঞ্জয় বসু এবং পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতা মদন মিত্র।

অন্যদিকে, মুকুল রায়ের সারদা কাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ্য বলেছেন কুণাল ঘোষ এবং অপর জেলবন্দি এক তৃণমূল নেতা আসিফ খান।

মনে করা হচ্ছে বাকি গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের নেতারাও বিভিন্ন ঘটনায় মুকুল রায়ের নাম বলে থাকতে পারেন।
তৃণমূল কংগ্রেস সূত্র বলছে, রাজনৈতিকভাবে মোকাবিলার পরিকল্পনা নিয়েছে দল। এ ঘটনা বিজেপির রাজনৈতিক চক্রান্ত হিসেবে মোকাবিলা করা হবে। পথে নামানো হবে সমর্থক সদস্যদের।

তবে দলের সর্বোচ্চ স্তরের নেতা ও সংগঠনের দায়িত্বে থাকা মুকুল রায়কে সারদা কাণ্ডে সিবিআই’র তলবে যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছে তৃণমূল কংগ্রেস। ধারণা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলের।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।