ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তরের ৫৪টি আসন জেতার লক্ষ্যে মমতার সফর শুরু

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১
উত্তরের ৫৪টি আসন জেতার লক্ষ্যে মমতার সফর শুরু

কলকাতা: পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ৫৪টি বিধানসভা আসন জেতার লক্ষ্যে রোববার নির্বাচনী সফর শুরু করলেন তৃণমুলনেত্রী মমতা ব্যানার্জি।

প্রথমে ঠিক ছিল গত রাতে তিনি গৌড় এক্সপ্রেসে করে মালদা যাবেন।

পরে হেলিকপ্টারে করে রোববার সকালে তিনি কলকাতা থেকে মালদা যান। এই সফরসূচিতে মমতা উত্তরের ৬টি জেলায় প্রচারণা চালাবেন।

এদিন মালদা জেলার মালতিপুর, মোথাবাড়ি ও মানিকচকে তিনি জনসভা করবেন। মালদা জেলার দুটি আসনে প্রার্থী দিয়েছে তৃণমুল।

সোমবার  মমতা সভা করবেন দক্ষিণ দিনাজপুর জেলার হাবিবপুরে। এরপর ওই দিনই কোচবিহার জেলার মাথাভাঙা, শীতলকুচি, নাটাবাড়ি ও তুফানগঞ্জে প্রচার করবেন।

বুধবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, কালচিনি, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার বিধানসভা এলাকায় জনসভা করবেন।

ওই দিন রাতেই ট্রেনে তিনি কলকাতায় ফিরবেন।

ভারতীয় সময়: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।