ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
সারদা তদন্ত নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মামলা

কলকাতা: সারদা প্রতারণা মামালায় সিবিআই তদন্ত নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকার।

সোমবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের নজরদারিতে এ তদন্ত চালানোর আবেদন জানায় পশ্চিমবঙ্গ  সরকার।



রাজ্য সরকারের অভিযোগ, সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তদন্ত করছে। এই অভিযোগের ভিত্তিতে কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের নেতা ও সাবেক মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে এ আবেদন জানান।

অন্যদিকে, একই অভিযোগ তুলে সোমবার সুপ্রিম কোর্টে আলাদা আবেদন জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক মহুয়া মৈত্র।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত ভার হাতে নিয়ে সিবিআই মদন মিত্র, সৃঞ্জয় বসু, রজত মজুমদারের মতো তৃণমূল নেতাদের গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে।

এর পরেই মামলার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

তবে মামলায় একজন প্রথম সারির কংগ্রেস নেতার উকিল হিসেবে কাজ করায় অস্বস্তির মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা।

যদিও একজন পেশাদার আইনজীবী হিসেবে কপি সিব্বল এই আইনি লড়াইয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সাহায্য করছেন, তবুও রাজনৈতিক মহলের মতো সারদা কাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে এক প্রথম সারির কংগ্রেস নেতার আত্মপ্রকাশ পশ্চিমবঙ্গে দুর্বল হতে চলা কংগ্রেসের সংগঠনে যথেষ্ট ছাপ ফেলবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।