কলকাতা: কলকাতার সব পার্কে সৌরবিদ্যুতের আলো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পৌরসভা। এর ফলে একদিকে যেমন বিদ্যুত সাশ্রয় হবে অন্যদিকে রক্ষা হবে পরিবেশ।
এ বিষয়ে কলকাতা পৌরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিষ কুমার জানান, রাতে হ্যালোজেন আলো থেকে বাতাসে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এতে পাখি ও পতঙ্গের সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়। তাই পৌরসভার পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পার্কের হ্যালোজেন বাতিগুলো অনেক রাত পর্যন্ত জ্বলে। এ আলোর কারণে গাছে আশ্রয় নেওয়া পাখি ও পতঙ্গদের জীবনযাত্রা ব্যাহত হয় বলে অভিযোগ পতঙ্গবিদদের।
ওই আলোর কারণে অনেক সময় রাতে ছোট ছোট কীটপতঙ্গ পথ হারিয়ে ফেলে। এর ফলে জীব বৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। তাই কলকাতা পৌরসভার উদ্যোগে পার্কগুলোতে সৌরবিদ্যুত ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫