ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের দক্ষিণের ৩ রাজ্যে ভোট নির্বিঘ্নে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

কলকাতা: কড়া নিরাপত্তার মধ্যে ভারতের দক্ষিণের তিন রাজ্য কেরালা, তামিলনাড়– ও কেন্দ্রশাসিত প-িচেরিতে ভোট গ্রহণ শেষ হয়েছে।

সকাল ৭ টায় এ ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে চলে বিকাল ৫টা পর্যন্ত।



নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিনটি রাজ্য মিলিয়ে ৬৫ শতাংশ ভোট পড়েছে।

বামফ্রন্টশাসিত কেরালা বিধানসভার ১৪০টি আসনের এদিন ২ কোটি ৩১ লাখ ভোটার তাদের ভোট দেন। এবার এ রাজ্যে প্রার্থী রয়েছেন ৯৭১ জন।

এই প্রথম বিদেশে বসবাসরত ভারতীয়রা ভোট দেওয়ার অধিকার পাওয়ায় কেরালার নির্বাচনে বাড়তি গুরুত্ব যোগ হয়েছে। যদিও রাজ্যের ২২ লাখ অনাবাসীর মধ্যে মাত্র ৮ হাজার ৮৬২ জন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করেছেন।

২০০৬ সালে রাজ্য বিধানসভার সর্বশেষ নির্বাচনে সিপিএম’র নেতৃত্বাধীন বামফ্রন্ট ৯৮টি আসনে ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ৪২টি আসনে জয়ী হয়েছিল।

 তামিলনাড়ু বিধানসভার ২৩৪টি আসনের মধ্যে লড়ছেন ২ হাজার ৭৭৩ জন প্রার্থী। এ রাজ্যে ভোটার রয়েছেন ৪ কোটি ৬০ লাখ।

বর্তমান শাসক দল ডিএমকে ১১৯টি, কংগ্রেস ৬৩টি, পিএমকে ৩০টি আসনে প্রার্থী দিয়েছে।

অন্যদিকে বিরোধী এআইডিএমকে ১৬২টি, ডিএমডিকে, ৪১টি, সিপিএম ১২টি, সিপিআই ১০টি আসনে প্রার্থী দিয়েছে।

অন্যদিতে কেন্দ্রশাসিত পণ্ডিচেরি বিধানসভার ৩০টি আসনের জন্য এদিন ভোট গ্রহণ হচ্ছে।

এদিন যাদের ভাগ্য নির্ধরিত হল তাদের মধ্যে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা করুণানিধি, এআইডিএমকে প্রধান ও রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতা, সহকারী মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরালা মুখ্যমন্ত্রী ও সিপিএম নেতা ভি এস অচুৎনন্দন, কংগ্রেস নেতা উমেন চন্ডি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।