কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বই মেলায় একটি অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রথম কলকাতা বই মেলার কোনো অনুষ্ঠানে অংশ নেবেন কারাগারের বন্দিরা।
কলকাতা বই মেলার শেষ তিনদিন কলকাতা সাহিত্য উৎসবের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রখ্যাত নৃত্য শিল্পী অলকানন্দা রায়ের পরিচালনায় যিশু খ্রিস্টের জীবন নিয়ে কেটি নৃত্য পরিবেশনা করবেন আলিপুর সংশধোনাগারের বন্দিরা।
তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসবে উপস্থিত থাকবেন- অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, নোবেল জয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন, মুম্বাইয়ের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রমেশ সিপ্পি , বিশাল ভরদ্বাজ প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অভিনেত্রী জিনাকেআমান। ভারতীয় সিনেমা এবং সাহিত্যে মহিলাদের অবস্থানের বিষয়ে একটি আলোচনায় তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫