কলকাতা: কলকাতা আন্তর্জাতিক বইমেলায় জনসমাগমের ঘাটতি না হলেও বই বিক্রির পরিমাণে যথেষ্ট ঘাটতি ছিল।
এ অভিযোগ করেছেন প্রকাশকরা।
রোববার (০৮ফেব্রুয়ারি) শেষ হচ্ছে কলকাতা বইমেলা। এর একদিন শনিবার (০৭ ফেব্রুয়ারি) মেলার শেষ পর্যন্ত পাওয়া হিসেবে প্রায় ১৬ লাখ ক্রেতা-দর্শনার্থী মেলা প্রাঙ্গণে এসেছেন।
শুধু শনিবারেই মেলায় এসেছিলেন চার লক্ষাধিক মানুষ।
গত বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রায় ২০লক্ষ মানুষের সমাগম হয়েছিল। বই বিক্রির পরিমাণ ছিল ২০ কোটি রুপি।
তবে বইমেলার আয়োজকরা জানান, এখন পর্যন্ত সম্পূর্ণ হিসাব পাওয়া যায় নি। তবে মেলার প্রকাশকদের কাছ থেকে যে তুলনামূলক হিসাব পাওয়া যাচ্ছে তা মোটেই আশানুরূপ নয়।
এর কারণ হিসেবে অনেকেই বলছেন, ৩৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় পাঠকদের জন্য দেওয়া ম্যাপে অনেকেই পছন্দের প্রকাশকের স্টল খুঁজে পাচ্ছেন না। অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করা হলেও তাতে খুব সুবিধা হচ্ছে না।
অনেকেই মনে করছেন, ইন্টারনেটের ব্যবহারের ফলে বই কেনার সংখ্যা কমেছে। সাহিত্য ছাড়া অন্যান্য বিভাগে বড় অংশের মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন।
প্রকাশকরা বলছেন, ই-বুক পড়ার ক্ষেত্রে মানুষের অভ্যাস অনেকটাই বেড়েছে। সেটাও বই না কেনার একটা কারণ।
এদিকে বইমেলায় প্রকাশনা শিল্পের গবেষকদের কাছ থেকে পাওয়া গেল এক নতুন তথ্য। তারা বলছেন, সমাজে ‘ফেক রিডার’ বেড়েছে। তারা পড়ার জন্য বই কেনেন না। অনেক সময়ই নিজেদের ব্যক্তিত্ব বাড়াতে বই সঙ্গে রাখেন তারা।
প্রকাশনা শিল্পের এই গবেষকদের দাবি বিমানবন্দর, পার্ক বা স্টেশনের অপেক্ষা গৃহে যাদের বই হাতে দেখা যায়-তারা অনেকেই সত্যিকারের পাঠক নয়।
এই ‘ফেক রিডার’দের জন্য পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকাশনা শিল্প।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ০৮, ২০১৫