ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরিবেশ সচেতনতায় লর্ড স্পিকারের বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
পরিবেশ সচেতনতায় লর্ড স্পিকারের বই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: তিলোত্তমা কলকাতা নগরীর বাতাসে কার্বনের মাত্রা কমাতে যৌথভাবে কাজ করবে কলকাতা পৌরসভা এবং ব্রিটেন।

দেশটির হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা এনিয়ে কলকাতায় সম্প্রতি একটি বই প্রকাশ করেছেন।



কলকাতায় দূষণ এবং বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ে কলকাতার পরিবেশবাদীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।

বই প্রকাশ অনুষ্ঠানে ব্যারোনেস ডি সুজা জানান, বাতাসে কার্বনের মাত্রা কীভাবে কমানো যায়, কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে কলকাতা পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের  নিয়ে একটি কর্মশালা করা হবে।

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে তুলতেই এ কর্মশালা হবে বলে জানান তিনি।

কলকাতা পৌরসভার মেয়র শোভন চ্যাটার্জি জানানন, পৌর নিবর্অচনের পরপরই এই কাজ শুরু হবে।

কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার স্কট ফারসিডন উড জানান, প্রথমে সচেতনতা সৃষ্টি করতে ইংরেজিতে বই প্রকাশিত হয়েছে। এরপর নাগরিক সচেতনতার জন্য বাংলা এবং হিন্দিতেও সচেতনতামূলক বই প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়:১৩১৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।