কলকাতা: কলকাতার আলিপুর কারাগার থেকে মুক্তি পেলেন ১১১ জন বাংলাদেশি মৎস্যজীবী। এর সঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে ছয়টি ট্রলারও।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ ইন্সপেক্টর জেনারেল বাংলানিউজকে এ তথ্য জানান।
এসব মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ ও কুলতলি অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। কলকাতা উচ্চ আদালতের রায়ে সাজার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তাদেরমুক্তি দেওয়া হলো।
মুক্তির পর এই ১১ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশের শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের হাতে তুলে দেয় বিএসএফ।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫