ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সম্মানে পঙ্কজ শরণের নৈশভোজ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২৩, ফেব্রুয়ারি ২১, ২০১৫
মমতার সম্মানে পঙ্কজ শরণের নৈশভোজ

ঢাকা: ঢাকা সফররত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে হাইকমিশনারের বাসায় এ সংবর্ধনা দেওয়া হয়।



এসময় মুখ্যমন্ত্রীর সঙ্গে আসা প্রতিনিধিসহ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. মঈন খান উপস্থিত ছিলেন।

পরে মমতার সম্মানে ভারতীয় হাইকমিশনারের বাসায় এক নৈশভোজের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন পত্রিকার সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, কবি-সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।