কলকাতা: আগামী ৯ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে। সরকারিভাবে এখনও ঘোষণা করা না হলেও তৃণমূল কংগ্রেস সূত্রে এই বৈঠকের সম্ভাবনার কথা জানা গেছে।
প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।
মনে করা হচ্ছে বৈঠকে রাজ্যের দাবিগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের ঋণ মওকুফের দাবি জানানো হবে।
ইতিমধ্যে প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। তিনি একাধিকবার জানিয়েছেন রাজনৈতিক বিরোধ উন্নয়নের বাধা হয়ে দাঁড়াবেন না।
ইতিমধ্যে সিঙ্গাপুর এবং বাংলাদেশ সফর করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সফরগুলোর প্রসঙ্গও আলোচনায় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক পশ্চিমবঙ্গের কাছে রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫