কলকাতা: তিস্তা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার বিষয়ে কিছুই জানালেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের আশা ছিলো প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ খুলবেন তিনি।
সোমবার (৯ মার্চ) দিল্লিতে দুই দফায় প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রথম দফায় একান্ত বৈঠকে তিনি ১৫ মিনিটের কিছু বেশি সময় নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন। পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের অন্য সংসদ সদস্যদের নিয়ে আরও ১৫ মিনিট মোদীর সঙ্গে আলোচনা করেন মমতা।
বৈঠকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বিষয়ে আলোচনা হলেও, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তা চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেননি। রাজ্যের ইস্যুগুলি নিয়ে প্রধানত কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
যদিও রাজ্যের ঋণ মওকুফের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫