ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ভাদ্র ১৪৩১, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভোটের প্রচারে সোমবার জঙ্গলমহলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১
ভোটের প্রচারে সোমবার জঙ্গলমহলে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম

কলকাতা: বিধানসভার ভোটে তৃণমূল ও কংগ্রেস জোট প্রার্থীদের প্রচারে সোমবার একদিনের সফরে জঙ্গলমহলে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।

রাজ্য কংগ্রেস সূত্রে জানা গেছে, সকাল ৯টায় তিনি দিল্লি থেকে বিমানে কলকাতায় আসবেন।

পরে হেলিকপ্টারে করে সাড়ে ১০টায় দক্ষিণ ২৪ পরগনা জেলার কানিং-এ দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন। পরে হেলিকপ্টার করে সাড়ে ১২টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের গড়বেতায় প্রচার করবেন। সর্বশেষ জনসভাটি করবেন বেলা ২টায় কেশফুরে।

বিকালে তিনি দিল্লি ফিরে যাবেন।

মাওবাদী প্রভাবিত অতি ঝুঁকিপূর্ণ দুটি বিধানসভায় এলাকায় চিদাম্বরম সভা করবেন বলে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

এদিকে, জঙ্গলমহলের জনসাধারণের কমিটির কারাবন্দী নেতা ছত্রধর মাহাতোর খোলা চিঠিকে ঘিরে তৃণমূলে আবার অস্বস্তি দেখা দিয়েছে।

রোববার ওই চিঠি প্রকাশ করে জনসাধারণের কমিটির সাবেক সম্পাদক বলেছেন, জঙ্গলমহলে তৃণমূলের বিভিন্ন জনসভায় এতোদিন তারই লোকজন পাঠিয়েছেন। অথচ তাদের সংগঠনের বিরুদ্ধে যখন অন্যায় হচ্ছে তখন মমতা ও তার দল নিশ্চুপ রয়েছেন।

ছত্রধর আরও বলেছেন, তৃণমূলের এই নীরবতার প্রতিবাদ করতেই তিনি এবার ভোটে দাঁড়িয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।