ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুই বাংলা একই সূত্রে বাঁধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫
দুই বাংলা একই সূত্রে বাঁধা সৈয়দ মহসিন আলি

কলকাতা: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ একই সূত্রে বাঁধা বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলি।

বৃহস্পতিবার (১২ মার্চ) কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হলে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।



এর আগে, ‘হ্যালো কলকাতা’ সম্মান, আচার্য দিনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক ও ‘নেহেরু সাম্য সম্মাননা’ নিতে বুধবার (১১ মার্চ) কলকাতা যান মন্ত্রী।

আয়োজক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ মার্চ) আচার্য দীনেশ চন্দ্র সেন সোসাইটির পক্ষ থেকে তার হাতে ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক’ তুলে দেওয়া হবে।

সাংবাদিকদের কাছে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কলকাতার সঙ্গে তার যোগাযোগের কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, তিনি কলকাতা থেকেই মাধ্যমিক (এসএসসি) পর্যন্ত পড়াশুনা করেছেন। দুই বাংলার সংস্কৃতিগত চরিত্র তার কাছে একই লাগে।

সূত্র জানায়, কলকাতা থেকে মন্ত্রী চেন্নাই ও সেখান থেকে দিল্লী সফরে যাবেন। সফরশেষে আগামী ২১ মার্চ তিনি দেশের উদ্দেশ্যে রওনা দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।