ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃতীয় দফা ভোটের পর সরকার গঠনের ম্যাজিক ফিগারে পৌছে যাওয়ার দাবি তৃণমুলের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

কলকাতা: বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোট শেষে রাজ্যে সরকার গড়ার জন্য তৃণমূল ম্যাজিক ফিগারে পৌঁছে গেছে বলে দাবি করেছেন দলটির এক শীর্ষ নেতা।

বৃহস্পতিবার রাতে কলকাতায় তৃণমূল নেতা ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকল রায় এ দাবি জানিয়ে বলেন, ‘তিন দফার ভোটে মোট ১৭৯টি আসনের মধ্যে ১৫০টি আসনই পেয়ে গেছে তৃণমূল।

এতোদিন রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতেন না। এবার তা সম্ভব হয়েছে। সুতরাং তৃণমুল ম্যাজিক ফিগার পেয়ে গেছে। ’

এ পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা ও রাজ্যের আবাসনমন্ত্রী গৌতম দেব বলেছেন, ‘তৃণমুল যদি ১৫০টি আসন পেয়ে গিয়ে থাকে তবে আর বাকি ভোটপর্বের জন্য প্রচারে গিয়ে নেত্রীর হেলিকপ্টারের তেল পুড়িয়ে লাভ কী?’


তিনি আরও বলেন, ‘তৃণমূলের নেতারা কখন কী কথা বলে তার কোনো মাথামু-ু নেই। গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেও ‘আমরা জিতে গেছি’ বলে দাবি জানিয়ে ছিলেন তারা। কিন্তু রাজ্যের মানুষ আমাদেরই জিতিয়ে ছিলেন। এবারও তাই হবে। ’

গৌতম দেব অভিযোগ করেন, আগে থেকে ভোটে জেতার কথা বলে রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করতে চায় তৃণমূল।

তিনি বলেন, কী ঘটবে, কে জিতবে তার জন্য ১৩ মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

ভারতীয় সময়: ০৩০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।