ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পানির স্তর নেমে যাওয়ায় ভূমিকম্প ঝুঁকিতে কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
পানির স্তর নেমে যাওয়ায় ভূমিকম্প ঝুঁকিতে কলকাতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার ভূগর্ভস্থ পানি শুকিয়ে যাওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। একইসঙ্গে বেড়ে চলেছে আর্সেনিক এবং ফ্লুরাইড মিশ্রিত পানির পরিমাণ।



সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

আর্সেনিক এবং ফ্লুরাইড মিশ্রিত পানির কারণে কলকাতার বড় একটি অংশে একদিকে যেমন স্বাস্থ্যহানির আশঙ্কা বাড়ছে, অন্যদিকে আগামী দিনে ভূমিকম্প শহরের বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন গবেষকরা।

গবেষণায় বলা হয়েছে, কলকাতায় প্রতিদিন তিনশ’ ৪৫ মিলিয়ন গ্যালন ভূগর্ভস্থ পানি উত্তোলন করা হয়। যদিও চাহিদার তুলনায় তা কম। শহরের জলাভূমিগুলো ভরাট করায় সমস্যা দিনদিন বাড়ছে।

কলকাতার একশ’ ৪৪টি ওয়ার্ডের মধ্যে ৭৭টি ওয়ার্ডে আর্সেনিক দূষণ প্রবলভাবে বিদ্যমান বলেও গবেষণায় উঠে এসেছে।

কলকাতার ভূগর্ভস্থ পানির স্তরের অবস্থা এতটাই শোচনীয় যে, বর্ষার সময়ও পানির স্তর ওপরে ওঠার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করছেন গবেষকরা।

জলাভূমি ভরাট করার পাশাপাশি বিপুল সংখ্যক গাছ কাটাও এর অন্যতম কারণ। এভাবে চলতে থাকলে আগামী দিনে শুধু কলকাতা শহরের পানির স্তরই নেমে যাবে তা নয়, ভূমিকম্প প্রবণও হয়ে উঠবে কলকাতা। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৫
এসএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।