কলকাতা: গরমে নাকাল কলকাতা ট্রাফিক পুলিশের কাজের সময় দুই ঘণ্টা কমিয়ে দিলো প্রশাসন।
গ্রীষ্মে তীব্র তাপদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কলকাতার ট্রাফিক পুলিশদের যানবাহন নিয়ন্ত্রণ করতে হয়।
এ ঘটনার পর বৃহস্পতিবার (১৪ মে) কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক পুলিশদের কাজের সময় সাময়িকভাবে কমিয়ে আট ঘণ্টা থেকে ছয় ঘণ্টা করা হলো।
কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ এ কথা জানান।
পাশাপাশি তিনি জানান, কলকাতার ট্রাফিক পুলিশদের ছাতা, রোদ চশমা, গ্লুকোজ দেওয়া হয়েছে।
এদিন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ নিজে কলকাতার বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশদের ছাতা, রোদ চশমা, গ্লুকোজ তুলে দেন।
গরম থেকে নিজেকে রক্ষা করতে চিকিৎসকদের পরামর্শ মতো বিভিন্ন নিয়ম সম্পর্কেও তাদের জানানো হয়।
কাজের সময় কমানোর সিদ্ধান্তে খুশি কলকাতার রাস্তায় কর্মরত ট্রাফিক পুলিশরা। তারা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এএ