ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ধনী ১০ শহর ঘোষণা, কলকাতা তৃতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
ভারতের ধনী ১০ শহর ঘোষণা, কলকাতা তৃতীয় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ভারতের সবচেয়ে ধনী দশটি শহরের নাম ঘোষণা করে একটি বেসরকারি ওয়েবসাইট।

মাথাপিছু আয় অনুযায়ী ভারতের অর্থনীতিতে অবদান, আয়করসহ বিভিন্ন ধরনের কর সংগ্রহ, বাণিজ্য ও শিল্পের প্রসারের উপর নির্ভর করে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এই দশ শহর।



ভারতের একটি প্রথম সারির ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট এ তালিকা প্রকাশ করেছে। তালিকায় প্রথমেই স্থান পেয়েছে ভারতের অর্থনৈতিক রাজধানী খ্যাত মুম্বাই। তালিকায় দেখা যাচ্ছে গোটা ভারতের ৭০ শতাংশ লেনদেন এ শহরেই হয়।

এর পরে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। নয়দা, গুরগাঁও, ফরিদাবাদ অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে বলে জানায় ওয়েবসাইটটি।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। তথ্য-প্রযুক্তি শিল্পের উন্নতির ফলে দেশের আর্থিক উন্নয়নে অনেকটাই অবদান এ শহরের। তবে তথ্য প্রযুক্তি শিল্পে কলকাতার ঘাড়ে নিশ্বাস ফেলছে দক্ষিণ ভারতের শহর ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরু রয়েছে চতুর্থ স্থানে।

এর পরে যথাক্রমে রয়েছে হায়দ্রাবাদ, চেন্নাই, আহমেদাবাদ, পুনে, সুরাট ও বিশাখাপত্তম।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।