ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ব্লগার হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, মে ১৮, ২০১৫
ব্লগার হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

কলকাতা: বাংলাদেশে মুক্তমনা ব্লগার হত্যাকারীদের শাস্তি এবং প্রগতিশীল জ্ঞান চর্চাকারীদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন কলকাতার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সোমবার (১৮ মে) কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি দেওয়া হয়।



স্মারকলিপিতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের নানা শ্রেণি-পেশার মানুষেরা সই করেছেন।

এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা অরিন্দম চ্যাটার্জি সাংবাদিকদের বলেন, সম্প্রতি বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের খুনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

‘মত প্রকাশের স্বাধীনতা একটি মানবাধিকার। প্রতিটি রাষ্ট্রের এ বিষয়ে যত্নবান হওয়া উচিৎ,’ বলেন তিনি।

বাংলানিউজের এক প্রশ্নের উত্তরে অরিন্দম বলেন, দল-মত নির্বিশেষে এখানকার সাধারণ মানুষ এগিয়ে এসেছেন। নিজের উদ্যোগেই তারা যোগাযোগ করে স্মারকলিপিতে সই করেছেন।

তিনি বলেন, আমাদের সমাজে সাধারণ মানুষের বক্তব্য ইদানিং জোড়ালোভাবে উঠে আসছে। এর উদাহরণ দিল্লির ধর্ষণ কাণ্ড থেকে দুর্নীতি বিরোধী আন্দোলন অন্যতম সাফল্য।

‘গণতন্ত্রের পক্ষে এটা খুবই শুভ লক্ষ্মণ’ বলেও মনে করেন এই তরুণ সমাজকর্মী।

এসব ঘটনা বন্ধে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশাও করেন তিনি।

ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত বাংলাদেশে তিন ব্লগারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মে ১৮, ২০১৫
বিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।