ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বঙ্গবিভূষণে ভূষিত প্রয়াত ফিরোজা বেগম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ২০, ২০১৫
বঙ্গবিভূষণে ভূষিত প্রয়াত ফিরোজা বেগম

কলকাতা: কলকাতার নজরুল মঞ্চে দুই বাংলার প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী প্রয়াত ফিরোজা বেগমকে বঙ্গবিভূষণে ভূষিত করলো পশ্চিমবঙ্গ সরকার।

বুধবার (২০ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এ পুরস্কার তুলে দেওয়া হয় ফিরোজা বেগমের ভাইঝির হাতে।



এসময় মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী।

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন জীবিত অবস্থাতেই ফিরোজা বেগমকে সম্মানিত করবার ইচ্ছা ছিলো পশ্চিমবঙ্গ সরকারের। কিন্তু সেই সুযোগ রাজ্য সরকার পায়নি।

ফিরোজা বেগম ছাড়াও এদিন গিরিজা দেবী, কবীর সুমন, কার্তিক দাস বাউল, সৈয়দ রশিদ খান, সুজিত সরকার, প্রদীপ সরকার, কৌশিক গঙ্গোপাধ্যায়, দেব, সঞ্জীব গোয়েঙ্কা, ডা. সুব্রত মৈত্র, ডা. ত্রিদিব বন্দ্যোপাধ্যায়, সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারি, মনোহর আইচ, সুবোধ সরকারকে সম্মান জানানো হয়।

মোট ৩৫ জন এবছর বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ পেলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।