ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার রাস্তায় পানি জমে তীব্র যানজট, মেয়রের ‘বাথরুম’ তত্ত্ব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
কলকাতার রাস্তায় পানি জমে তীব্র যানজট, মেয়রের ‘বাথরুম’ তত্ত্ব সংগৃহীত

কলকাতা: বর্ষায় কলকাতার রাস্তাঘাটে পানি জমার কারণে ব্যাপক যানজটে নাকাল হতে হলো নগরবাসীকে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) শহরের বিভিন্ন রাস্তায় টানা বৃষ্টিতে পানি জমে গাড়ি চলাচলের গতি এতটাই কমে যায় যে, দশ মিনিটের পথ গেতে লেগেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট।



সকাল থেকেই যানজট শুরু হলেও বিকেলে দিকে এ সমস্যা ভয়াবহ রূপ নেয়। এতে অফিস ফেরত যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েন।

বিকেলের যানজটে শহরের বিভিন্ন স্থানে বাধ্য হয়ে বন্ধ রাখতে হয় অটোমেটিক সিগন্যাল ব্যবস্থা। শেষমেশ যানজট এমন আকার ধারণ করে যে কলকাতার ট্রাফিক পুলিশকে বহু জায়গায় ‘ম্যানুয়াল’ পদ্ধতিতে গাড়ির জট সমস্যা সামাল দিতে হয়।

রাস্তার এ অবস্থার কারণ জানতে চাইলে দক্ষিণ কলকাতায় রাস্তায় কর্মরত এক ট্রাফিক পুলিশ বলেন, ইট ইজ মনসুন টাইম...।

তার ইঙ্গিতে লুকানো ছিল, বর্ষার আগামী দিনগুলোতে আরও ভোগান্তির সংকেত।

এদিকে রাস্তায় পানি জমে শহর জুড়ে সৃষ্ট এ যানজটে ক্ষুব্ধ কলকাতাবাসী। একদিকে ঘরে পানিবন্দি দশা অন্যদিকে রাস্তায় বেড়িয়ে প্রবল যানজটের শিকার। এজন্য তারা দুষছেন কলকাতা পুরসভাকে।

যদিও পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, জল জমবেই, তাকে বেড়িয়ে যেতে সময় দিতে হবে।

এ বিষয়ে তিনি তুলনা দিয়ে বলেন, বাথরুমে একসঙ্গে বেশি পানি ঢাললেও সেটা জমে যায়।

মেয়রের এই কথাতেই আরও ক্ষোভ বেড়েছে শহরবাসীর। সেই ক্ষোভকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলো মেয়রের ‘বাথরুম’ তত্ত্বকে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি।

একদিকে যানজট অন্যদিকে রাস্তায় পানি জমা এবং তার মাঝে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির মাঝে নাজেহাল হচ্ছেন কলকাতাবাসী।
 
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।