ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

জেল থেকে হাসপাতালে মদন মিত্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
জেল থেকে হাসপাতালে মদন মিত্র ছবি: সংগৃহীত

কলকাতা: গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেতা মদন মিত্রকে।

পশ্চিমবঙ্গে আর্থিক কেলেঙ্কারি সারদা কাণ্ডের জন্য জেলে বন্দি রয়েছেন তিনি।

শারীরিক অবস্থা খারাপ থাকায় বন্দি দশার বেশিরভাগ সময়ই হাসপাতালে থাকতে হচ্ছে মদন মিত্রকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনগত রাতে হাসপাতালের জেনারেল বিভাগ থেকে আইটিইউ-তে নেওয়া হয়।

এর আগে ওইদিনই তাকে ফের জেরা করার অনুমতি পায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে রাতে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্ট ও কাশির সমস্যার জন্য মদন মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে মদন মিত্রকে হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে বেশ কটাক্ষের সুরে ড়ান ধরেছেন বিরোধী শিবিরের লোকজন।

তারা বলছেন, সিবিআই-এর জেরার ভয়েই পরিবহনমন্ত্রীর ‘প্যানিক অ্যাটাক’ হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা,আগস্ট ২১, ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।