ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের আর্থিক সাহায্যের প্যাকেজের দাবি বিবেচনা করা হবে: প্রণব

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, মে ২৮, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের আর্থিক সংকট নিয়ে আলোচনা করতে রোববার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

মমতার আমন্ত্রণে এই বৈঠকে যোগ দিতে শনিবার নয়াদিল্লি থেকে কলকাতা
এসেছেন প্রণব।



শনিবার দুপুরে কলকাতা থেকে সড়কপথে তার নির্বাচনী কেন্দ্র মুশির্দাবাদের জঙ্গিপুরের উদ্দেশে রওনা হবার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রণব।

এদিন তিনি বলেন, ‘রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সেই দাবি বিবেচনা করা হবে। রোববার মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠক আছে আমার। সেই বৈঠকের পরই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ’

এদিকে শনিবার মহাকরণ সূত্রে জানা গেছে, শুধু আর্থিক প্যাকেজ নয়, রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বৈঠকে। উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সমর ঘোষ ও অর্থসচিব সিএম বাচওয়াত।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মে ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।