ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় সংগীত-নাটক-নৃত্য উৎসব শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
আগরতলায় সংগীত-নাটক-নৃত্য উৎসব শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সংগীত-নাটক একাডেমির উদ্যোগে ত্রিপুরার রাজধানী আগরতলায় শুরু হলো সংগীত-নাটক-নৃত্য উৎসব।

সোমবার (৭ ডিসেম্বর) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী হলে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।



অনুষ্ঠানে ২০১৩ ও ১৪ সালের ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কার প্রদান করা হয়। শাস্ত্রীয় সংগীত, নৃত্য ও নাটকে বিশেষ সাফল্যের জন্য সমগ্র দেশের ৬৬ জন যুবশিল্পীর হাতে এ পুরস্কার তুলে দেন রাজ্যপাল।

এ সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পুরস্কার চালু করার জন্য সংগীত-নাটক একাডেমির কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তথাগত রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগীত-নাটক একাডেমির চেয়ারম্যান শেখর সেন।

এ উৎসব চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। সংগীত-নাটক-নৃত্য উৎসবে দেশের বিশিষ্ট সংগীত ও নৃত্য শিল্পী এবং নাট্যকাররা অংশ নেবেন।

সংগীত-নাটক একাডেমি সূত্র জানায়, উত্তর-পূর্বের রাজ্যগুলোর প্রতিভাবান শিল্পীদের উৎসাহিত করতেই ২ বছর ধরে আগরতলায় এ উ‍ৎসবের আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।