আগরতলা: সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ-সভাপতি রাহুল গান্ধীকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে ন্যাশনাল হেরাল্ডের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি।
শনিবার (১৯ ডিসেম্বর) এ উপলক্ষে আগরতলায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ধর্না কর্মসূচি পালন করে।
ইংরেজি দৈনিক ‘ন্যাশনাল হেরাল্ড’ দুর্নীতি মামলায় সোনিয়া ও রাহুলকে দিল্লীর পাতিয়ালা আদালতে হাজিরা দিতে হয়।
অন্যদিকে, কংগ্রেসের অভিযোগ, ভারতের বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ মামলা করেছে। এর প্রতিবাদ জানিয়ে সারা দেশে কংগ্রেস দলের নেতা-কর্মী ও সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কর্মী-সমর্থকরা আগরতলার কংগ্রেস ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আকাশবাণী আগরতলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভ ধর্না কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহা।
বীরজিৎ সিনহা বলেন, নরেন্দ্র মোদি সরকার রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে সভানেত্রী ও সহ-সভাপতির উপর এ মামলা করেছে। এর বিরুদ্ধে দলের আন্দোলন অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ওএইচ/এসএস