ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শপথ নিলেন আগরতলা পুরনিগমের নির্বাচিত সদস্যরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
শপথ নিলেন আগরতলা পুরনিগমের নির্বাচিত সদস্যরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: শপথ নিয়েছেন আগরতলা পুরনিগমের নব নির্বাচিত ৪৯ জন সদস্য। নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান পশ্চিম জেলার জেলা শাসক মিলিন্দ রামটেক।



সোমবার (২১ ডিসেম্বর) রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নির্বাচিতরা শপথ নেন।

ড. প্রফুল্লজিৎ সিনহা মেয়র হিসেবে শপথ নেন এবং ৮ জন মেয়র ইন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।

মন্ত্রী মানিক দে বলেন, ত্রিপুরা রাজ্যের মানুষ বিপুলভাবে ভোট কেন্দ্রে গিয়ে নিজের মতাধিকার প্রয়োগ করেছেন।

নব নির্বাচিত সদস্যদের মানুষের মতামত ও পরামর্শ নিয়ে কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন মানিক দে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।