ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বেতন বৃদ্ধির দাবিতে জানুয়ারিতে ত্রিপুরায় হরতাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বেতন বৃদ্ধির দাবিতে জানুয়ারিতে ত্রিপুরায় হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সরকারি কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত  বঞ্চনার প্রতিবাদে আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে পুরো রাজ্যে ২৪ ঘণ্টার হরতাল ডাকা হবে।

রোববার (২৭ ডিসেম্বর) আগরতলার মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত এক সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজীৎ সিনহা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।



এ সময় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের দুই দিনব্যাপী তৃতীয় ত্রি-বার্ষিক ৩৭তম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আশিষ সাহাসহ ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য নেতারা উপস্থিত ছিলেন।

কংগ্রেস দল সমর্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।