ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে ৪৯ কাজ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
ত্রিপুরা সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে ৪৯ কাজ

আগরতলা: ত্রিপুরার পশ্চিম জেলার সীমান্ত এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য মোট ৪৯টি কাজ হাতে নেওয়া হয়েছে।

এর মধ্যে ৪২টি কাজ এখন চলছে।

কাজগুলির মধ্যে রয়েছে হোমিওপ্যাথি ডিসপেনসারি, শপিং কমপ্লেক্স, ডাইনিং হল, পানীয়জল, শৌচাগার, অতিরিক্ত শ্রেণিকক্ষ, উপ-স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ ইত্যাদি।

৪৯টি উন্নয়নমূলক কাজের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ভারতীয় রুপি।

পশ্চিম জেলা প্রশাসন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।