ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্য যুক্ত হল ব্রডগেজ ট্রেনের মানচিত্রে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
ত্রিপুরা রাজ্য যুক্ত হল ব্রডগেজ ট্রেনের মানচিত্রে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অবশেষে ত্রিপুরা রাজ্য যুক্ত হলো ব্রডগেজ ট্রেনের মানচিত্রে। মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) দুপুরে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগরে পরীক্ষামূলকভাবে প্রথম এসে পৌঁছায় ব্রডগেজ ট্রেনের একটি ইঞ্জিন।



ব্রডগেজ ট্রেনের ইঞ্জিন আসার খবর পেয়ে সকাল থেকেই উৎসাহী জনতা ধর্মনগর রেল স্টেশনে গিয়ে ভিড় জমান। ১২২৭২ ডব্লিউ ডি ৪ নম্বরের ইঞ্জিনটি ধর্মনগর স্টেশনে এসে পৌঁছামাত্র দৌড়ে ছুটে যান খুব কাছে থেকে একবার দেখার জন্য।

ট্রেনের ইঞ্জিনের চালকরা ধর্মনগরে প্রায় ৪৫ মিনিট বিশ্রাম নেওয়ার পর তারা কুমারঘাটের উদ্দেশে রওয়ানা দেন।

ধর্মনগর রেলস্টেশনে এক রেলওয়ে আধিকারিক জানান ইঞ্জিনটি আমবাসা পর্যন্ত যাবে এবং আগরতলা পৌঁছতে আরও কয়েক দিন সময় লাগবে।

উল্লেখ্য ত্রিপুরা সহ অসমের বদরপুর পর্যন্ত রেলপথকে ব্রডগেজে উন্নীত করতে এ বছরের ১লা অক্টোবর থেকে মেগাব্লক নেওয়া হয়েছে। কাজ শেষ করার নির্ধারিত সময় ধরা হয়েছে আগামী বছরের ৩১ মার্চ। তবে নির্ধারিত সময়ের আগে মেগাব্লকের কাজ শেষ হয়ে যাওয়ায় খুশি ত্রিপুরাবাসী।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।