আগরতলা: অবৈধ গাঁজা চাষ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ত্রিপুরা পুলিশ।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর) দিনভর অভিযান চালিয়ে পশ্চিম জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় ও প্রচুর পরিমাণ গাঁজা গাছ কেটে পুড়িয়ে ফেলা হয়।
জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত রাণীর বাজার থানা এলাকার বিভিন্ন এলাকায় গাঁজা চাষ বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ৭ শতাধিক গাঁজার গাছ ধ্বংস করা হয়। এই গাছগুলি কেটে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলে জানান রাণীর বাজার থানার ওসি।
গত কয়েক দিন আগে রাজ্যের সিপাহীজলা জেলায় গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে গাঁজা চাষিদের আক্রমণের শিকার হয়েছিল পুলিশ। তাই এদিন কোনো ঝুঁকি না নিয়ে প্রচুর সংখ্যক পুলিশ এবং টি এস আর বাহিনীর জওয়ান নিয়ে যাওয়া হয়।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
পিসি