ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিধায়ক মনোরঞ্জন ইস্যুতে উত্তাল ত্রিপুরা বিধানসভা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিধায়ক মনোরঞ্জন ইস্যুতে উত্তাল ত্রিপুরা বিধানসভা ফাইল ফটো

আগরতলা: ত্রিপুরার পদত্যাগী বিধায়ক মনোরঞ্জন আচার্য ইস্যুতে উত্তাল ত্রিপুরা বিধানসভার অধিবেশন।

বুধবার (১৩ জানুয়ারি) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি রাখতে বাধ্য হন।



এদিন বিরোধীদলীয় নেতা সুদীপ রায়বর্মন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বলেন, মনোরঞ্জন আচার্য ইস্যুতে শাসকদল নাটক করছে, তারা একবার তাকে গ্রেফতার করে আবার জামিন দেওয়া হয়েছে।

বিরোধীদলীয় নেতার এ কথায় মুখ্যমন্ত্রী উত্তেজিত হয়ে তীব্র বিরোধিতা করেন। তখন বিরোধীদলীয় নেতাসহ বিরোধী বিধায়করা ওয়েলে নেমে প্রতিবাদ শুরু করেন।

ট্রেজারি বেঞ্চের সদস্যরাও ওয়েলে নেমে আসেন ও প্রতিবাদ করেন। উভয় শিবিরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতির দিকে
এগোয়। তখন মুখ্যমন্ত্রী নিজে ওয়েলে নেমে আসেন ও ট্রেজারি বেঞ্চের সদস্যদের আবার নিজ নিজ আসনের দিকে ঠেলে পাঠান।

এ অবস্থায় বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ সভাকে এক ঘণ্টার জন্য মুলতবি রাখেন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।