ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পাঁচদফা দাবি ত্রিপুরা এরাবিক এডুকেশন ফোরামের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
পাঁচদফা দাবি ত্রিপুরা এরাবিক এডুকেশন ফোরামের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত পাঁচদফা দাবি দিয়েছে ত্রিপুরা এরাবিক এডুকেশন ফোরামের কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ত্রিপুরা এরাবিক এডুকেশন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাতজনের প্রতিনিধি দল বুনিয়াদি শিক্ষা অধিকারের ডিরেক্টর ইউকে চাকমার কাছে তাদের দাবিপত্র তুলে দেন।



দাবিগুলো হলো, ত্রিপুরা রাজ্যে মাদ্রাসা বোর্ড গঠন করা, রাজ্যের ১২৯ এসপিকিউইএম মাদ্রাসাকে গ্রান্ট-ইন-এইড’র অন্তর্ভুক্ত করা, রাজ্যে কামিল মাদ্রাসা স্থাপন, মাদ্রাসাকে মাইনরিটি ইন্সটিটিউট ঘোষণা ও মাদ্রাসায় পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া।

ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক মুহম্মদ আবদুল হক সংবাদমাধ্যমকে জানান, আমাদের দাবিগুলোর যৌক্তিকতা স্বীকার করে ডিরেক্টর ইউ কে চাকমা আস্বস্ত করেছেন। এ দাবিগুলো পূরণের বিষয়ে যথাসাধ্য চেষ্টা করবেন বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।