ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা ড্র ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: লাল হলুদ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলাটি ছিল উত্তেজনায় পরিপূর্ণ। তবে এ ফুটবল ম্যাচের ফলাফল দাঁড়ালো দুই দলের একটি করে গোলে।

উত্তেজনার পারদ ছিল খেলার শেষ সময় পর্যন্ত টানটান।

লাল হলুদ ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন বিদেশি র‍্যান্টি মার্টিন। খেলার ৬৩ মিনিটে এই গোল হয়।

যে সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লাল হলুদ সমর্থকরা মশাল জ্বালিয়ে উৎসব শুরু করতে যাবেন ঠিক সে সময় হয় খেলার দ্বিতীয় গোল।

তবে সেই গোল লাল হলুদ শিবিরের উৎসবকে থামিয়ে দেয়। খেলার ৭৭ মিনিটে গোল করেন মোহনবাগানের বিদেশি খেলোয়াড় গ্লেন।

খেলা ড্র হলেও উত্তেজনা ছিল চরমে। প্রায় ১ লাখ ২০ হাজার দর্শকে গ্যালারি ছিল পরিপূর্ণ।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।