কলকাতা: কলকাতা বইমেলায় শুরু হলো বাংলাদেশ দিবসের অনুষ্ঠানমালা।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কলকাতা বইমেলার এস বি আই অডিটোরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমির শিশুদের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত আছেন- বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত লেখক ইমদাদুল হক মিলন, লেখক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নারী ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। এছাড়া উপন্যাসিক সমরেশ মজুমদার, লেখক ব্রাত্য বসু ও কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত আছেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশের সংস্কৃতি সচিব আকতারী মমতাজ। এরপর ‘বাঙালিয়ানা ও বৈশ্বিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি , ২০১৬
ভিএস/আরএম
** কলকাতা বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে উপচেপড়া ভিড়