ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

৫ বছরে দেড় কোটি পর্যটকের ত্রিপুরা ভ্রমণ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
৫ বছরে দেড় কোটি পর্যটকের ত্রিপুরা ভ্রমণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ২০১২-১৩ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে মোট পর্যটক এসেছেন ৩ লঅখ ৬৬ হাজার ৪৪২জন। এর মধ্যে দেশীয় পর্যটক ৩ লাখ ৫৮ হাজার ৬২৫জন ও বিদেশি পর্যটক ৭ হাজার ৮১৭জন।

এর মাধ্যমে রাজ্য সরকারের আয় হয়েছে ১৬৯ দশমিক ৮৮ লাখ রুপি।

শনিবার (১৯ মার্চ) বিধানসভায় বিধায়ক রতন লাল নাথের করা লিখিত প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক এসব তথ্য জানান।

২০১৩-১৪ অর্থবছরে ত্রিপুরা রাজ্যে মোট পর্যটক এসেছেন ৩ লাখ ৭৫ হাজার ৩৭১জন। এর মধ্যে দেশীয় পর্যটক ৩ লাখ ৫৯ হাজার ৯৯৫জন ও বিদেশি পর্যটক ১৫হাজার ৩৭৬জন। এতে আয় হয়েছে ১৮৯ দশমিক ২৭ লাখ রুপি।

এর পরের বছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে ত্রিপুরায় ৩ লাখ ৯০ হাজার ৬৬৭ জন পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে দেশীয় পর্যটক ৩ লাখ ৬১হাজার ৫৫১জন ও বিদেশি পর্যটক ২৯হাজার ৮৬জন। যার মাধ্যমে সরকারের ২০৩দশমিক ৪৭ লাখ রুপি আয় হয়।

২০১৫-১৬ অর্থ বছরের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যে পর্যটক এসেছেন ৩ লাখ ৪৩হাজার ৪৩৪জন। ৩ লাখ ১৩ হাজার ৫৫৮ জন ভারতীয় পর্যটক এবং ২৯ হাজার ৮৭৬ জন ছিলেন ভিনদেশি।

এতে রাজ্য সরকারের ১৬৮ দশমিক ৩২ লাখ রুপি আয় হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।