ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অক্টোবরে ত্রিপুরা যাচ্ছেন রাহুল গান্ধী 

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
অক্টোবরে ত্রিপুরা যাচ্ছেন রাহুল গান্ধী 

আগরতলা: ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের উত্থানের কারণে ভাঙছে জাতীয় কংগ্রেস। আর এ অবস্থায় ত্রিপুরা সফরে যাচ্ছেন দলের সহ-সভাপতি রাহুল গান্ধী।

 

রোববার (১০ জুলাই) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বীরজীৎ সিনহা বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেছেন।  

দলীয় সূত্র জানায়, রাজ্যে ফের কংগ্রেসকে চাঙ্গা করতে প্রয়োজনীয় পর‍ামর্শের জন্যে শনিবার (০৯ জুলাই) দিল্লি যান বীরজীৎ। সেখানে নিখিল ভারত কংগ্রেস কমিটির সহ-সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তিনি।

‘বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের অক্টোবরে ত্রিপুরা রাজ্য সফরে যাবেন রাহুল গান্ধী। তখন প্রকাশ্য সমাবেশেও যোগ দেবেন তিনি,’ দিল্লি থেকে মোবাইল ফোনে বলেন বীরজীৎ।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রিপুরায় কংগ্রেসের অবস্থা অতোটাই দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো কর্মী তৃণমূলে যোগ দিচ্ছেন। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতারা।  

আগামী ৯ আগস্ট আগরতলা সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভাপতি মমতা ব্যানার্জি। ‍এ সময় রাজধানীর আস্তাবল ময়দানে জনসভায়ও ভাষণ দেবেন তিনি।  

রাজনৈতিক শিবিরে এখন গুঞ্জন-এ সমাবেশে একটা বড় সংখ্যক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেবেন। এ অবস্থায় দল ‘বাঁচাতে’ তৎপর কংগ্রেস নেতারা। তাই আগামী ৩ আগস্ট আগরতলায় এক সমাবেশের ডাক দিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।
 
দলটির রাজ্য সভাপতি বীরজীৎ সিনহা বলেন, এ সমাবেশে উপস্থিত থাকবেন নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সি পি যোশি। আশা করছি-রাজ্যে ফের আগের মতো শক্তিশালী হবে কংগ্রেস।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।