ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীদের বিরুদ্ধে অভিযান সীমান্ত রেলওয়ে’র

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীদের বিরুদ্ধে অভিযান সীমান্ত রেলওয়ে’র

আগরতলা: ত্রিপুরাসহ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের বিভিন্ন এক্সপ্রেস, মেল ও প্যাসেঞ্জার ট্রেনে আকস্মিকভাবে টিকিট পরীক্ষার অভিযান চালান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর) কর্তৃপক্ষ।

এ সময় ১৯৮৯ সালের ভারতীয় রেলওয়ে আইনের ১৩৭ ধারা অনুসারে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণকারী, বুকিংহীন পণ্য সামগ্রী পরিবহনের অভিযোগে অনেক যাত্রীকে জরিমানা ও কারাবাসের নির্দেশ দেওয়া হয়।



এপ্রিল ২০১৬ থেকে জুন ২০১৬, এই তিন মাসে বৈধ টিকিট না নিয়ে ট্রেনে ভ্রমণের অভিযোগে মোট এক লাখ ৭১ হাজার ৫শ’ ৭৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। এতে জরিমানা হিসেবে ১২ দশমিক ছয় কোটি রুপি সংগৃহীত হয়েছে।

একইভাবে গত তিন মাসে বুকিং না করিয়ে ট্রেনে মোট ১৩ হাজার ৪শ’ ৬৭টি পণ্য পরিবহনের ঘটনা ঘটেছে। এতে জরিমানা সংগৃহীত হয়েছে ১৬ লাখ রুপি।
এনএফআর’র মুখ্য জন সংযোগ আধিকারিক এস কে ওঝা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৬
এসআরএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।