ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা পুরনিগম এলাকায় চলছে অর্ধদিবস হরতাল

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
আগরতলা পুরনিগম এলাকায় চলছে অর্ধদিবস হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা পুরনিগম এলাকায় নতুন প্রস্তাবিত সম্পত্তি কর প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ডাকে পুরনিগম এলাকায় পালিত হচ্ছে অর্ধদিবস হরতাল।

শুক্রবার (১২ আগস্ট)  স্থানীয় সময় সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পুরনিগম এলাকার রাস্তায় যানবাহনের দেখা নেই বললেই চলে। বেশির ভাগ বাজারই বন্ধ। তবে রাজধানীর কয়েকটি বাজারে কিছু কিছু দোকানপাট খুলেছে। গুটি কয়েক ক্রেতাও দেখা গেছে বাজারে।

হরতালের সমর্থনে পিকেটিংয়ের নামে কংগ্রেসকর্মী ও সমর্থকেরা রাস্তা দিয়ে জরুরি প্রয়োজনে চলাচলকারী ব্যক্তিগত গাড়ির উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করেছে বলেও জানা যায়।

তবে কংগ্রেস নেতা গোপাল রায় জানান, হরতালের সমর্থনে পিকেটিংয়ের নামে কংগ্রেসকর্মী ও সমর্থকরা আক্রমণ চালিয়েছেন বলে যে অভিযোগ উঠেছে তা মানতে নারাজ।

কে বা কারা এ ধরনের আক্রমণ চালিয়ে কংগ্রেসের উপর দোষ চাপিয়েছে। কংগ্রেসকর্মীদের মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বলেও তিনি দাবি করেন।

এই হরতালের বিরোধিতা করেছে ক্ষমতাসীন দল সিপিআই (এম)। তাই সরকারি অফিসসহ স্কুল কলেজ খোলা রয়েছে। তবে কর্মীদের উপস্থিতির হার অনেকটাই কম। অনেক বেসরকারি স্কুল এদিন ছুটি দেওয়া হয়েছে।

তবে হরতাল ঘিরে এখন পর্যন্ত বড় ধরনে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৬
জিসিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।