ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘আকাশবাণী মৈত্রী’ উদ্বোধন হচ্ছে মঙ্গলবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
‘আকাশবাণী মৈত্রী’ উদ্বোধন হচ্ছে মঙ্গলবার

কলকাতা: নতুন রেডিও চ্যানেল ‘আকাশবাণী মৈত্রী’ পরিষেবার উদ্বোধন হচ্ছে মঙ্গলবার (২৩ আগস্ট)। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চ্যানেলটি উদ্বোধন করবেন।

ভারত-বাংলাদেশের পারস্পারিক সম্পর্ককে আরো দৃঢ় করতে আকাশবাণী মৈত্রী একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
 
কলকাতার নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ‘আকাশবাণী মৈত্রী’র পথ চলা শুরু হবে।

এতে উপস্থিত থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লাইসা আহমেদ লিসা। এছাড়াও দুই বাংলার শিল্পীরা তাদের অনুষ্ঠান মঞ্চস্থ করবেন। এ উপলক্ষে কলকাতার রাজভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
এদিকে উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিন দিনের সফরে কলকাতা এসেছেন। পুরো অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।