ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় অনুষ্ঠিত হল ত্রিপুরা কনক্লেভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
আগরতলায় অনুষ্ঠিত হল ত্রিপুরা কনক্লেভ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় অনুষ্ঠিত হল “ক্রস বর্ডার টেররিজম ইন বাংলাদেশ ইমপ্লিকেশনস ফর ইন্ডিয়াস বর্ডার স্টেটস” ত্রিপুরা কনক্লেভ।

শুক্রবার (২৬ আগস্ট) আগরতলার সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত এ কনক্লেভ’র উদ্বোধন করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের সদস্য এ বি মাথুর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিসের সিনিয়র ডাইরেক্টর নুরুল আফসার, বিবিসি’র প্রাক্তন সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক, নিরাপত্তা বিশেষজ্ঞ জয়দীপ সৈকিয়া, আসাম পুলিশের অতিরিক্ত মহানির্দেশক পল্লব ভট্টাচার্য, ত্রিপুরা ইনফোওয়ে’র সম্পাদক সোমেন সরকার।

রাজ্যপাল তথাগত রায় বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন ক্রমেই উন্নত থেকে উন্নতর হচ্ছে।
সন্ত্রাসবাদ মোকাবেলায় সন্ত্রাসবাদীদের চিহ্নিত করে শাস্তি প্রদান, সন্ত্রাসবাদীদের অর্থের উৎস খোঁজার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় মানসিকতা গড়ে তোলার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিসের সিনিয়র ডাইরেক্টর নুরুল আফসার বলেন, পৃথিবীর বিভিন্ন দেশই সন্ত্রাসবাদের হুমকির সম্মুখীন, বাংলাদেশও এর বাইরে নয়। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এ ব্যাপারে বিভিন্ন ভাবে ভারত আমাদের সহায়তা করছে।

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।