ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের ত্রিপুরায় হতদরিদ্রদের জন্য উন্নয়ন পদক্ষেপ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ভারতের ত্রিপুরায় হতদরিদ্রদের জন্য উন্নয়ন পদক্ষেপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার দক্ষিণ জেলার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারগুলির আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে কিছু পদক্ষেপ। পদক্ষেপটি নিয়েছে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের দারিদ্র্যদূরীকরণ বিষয়ক স্থায়ী কমিটি।

 

জেলার রাজনগর, সাতচাঁদ ও বকাফা ব্লকের অন্তর্গত ৬শ’ ২০জন মৎস্যজীবী পরিবারকে একটি করে কনি জাল প্রদান করা হবে। পাশাপাশি জেলায় বসবাসকারী কিছু মৎস্যজীবী পরিবারকে বসত ঘর নির্মাণ করে দেওয়া হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হবে ৭৫ হাজার রুপি।

জেলায় বিভিন্ন ধরনের ফল চাষের জন্য বাগিচা তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২শ’ ৪৮ হেক্টর আমবাগান,  ৪৫ হেক্টর মোসাম্বি,  ৫৫ হেক্টর লেবু, ৫দশমিক ৫ হেক্টর কমলা, সুপারি ৪৫ দশমিক ৫ হেক্টর, নারিকেল ১৫ হেক্টর এবং কাজুবাদাম
২০হেক্টর।

জেলায় বসবাসকারী ৮শ’ ৩জন পানচাষিকে পানের বরজ তৈরি করে দেওয়ার কাজও চলছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জেএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।