ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় কুমারী পূজায় পূণ্যার্থীর ঢল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
আগরতলায় কুমারী পূজায় পূণ্যার্থীর ঢল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ০৯ অক্টোবর, রোববার। পঞ্জিকা অনুসারে এদিন মহাঅষ্টমী, দেবী দুর্গার পাশাপাশি ১০বছরের কম বয়সী মেয়েদের ‘কুমারী’ রূপে পূজা করা হয়।

 

ধর্মীয় রীতি মেনে ত্রিপুরার রাজধানী আগরতলার বেশ কিছু মণ্ডপে দুর্গার স্থলে কুমারীপূজার আয়োজন করা হয়েছে।  

প্রতি বছরের মতো আগরতলার ধলেশ্বর এলাকার রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এবছর যাকে কুমারী রূপে পূজা করা হয়- তার নাম ঐশাণী চক্রবর্তী।  

যাকে শাস্ত্র মতে, মালিনী নামে পূজা করা হয়। পূজারদিন তার বয়স সাতবছর একমাস ২৫দিন। কুমারী পূজা দেখতে এদিন সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে ভিড় জমান পূণ্যার্থীরা।  

রামকৃষ্ণ মিশনে পাশাপাশি আগরতলার আশ্রম রোডের শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনা কুটির মন্দিরেও কুমারী পূজা হয়। এখানেও প্রচুর পূণ্যার্থী ভিড় জমান। এ সময় দেবী রূপে কুমারীদের ভক্তি ভরে প্রণাম করেন তারা।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬।
এসসিএন/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।